১) বৃষ্টিতে ভিজে গেলে ব্যাগ ভালো করে আগে শুকিয়ে নিন। প্রয়োজনে ফ্যান চালিয়ে রাখুন যাতে ব্যাগের স্যাঁতস্যাঁত ভাব দূর হয়।
২) লেদারের ব্যাগ কখনও রোদে রাখা উচিত নয়। প্রচণ্ড তাপ বা সূর্যের কড়া রোদ ব্যাগ নষ্ট করে দিতে পারে। ব্যাগ শুকাতে হলেও কখনও সরাসরি রোদে রাখা উচিত নয়।
৩) লেদার ব্যাগ মানেই নিয়মিত পালিশ করা জরুরি। বর্ষাকালে বাতাসের আর্দ্রতার জেরে ব্যাগের চামড়া কেমন একটা ড্রাই হয়ে যায়। অনেক সময় ব্যাগের চামড়া খসতে শুরু করে। তাই নিয়মিত সামান্য ময়েশ্চারাইজ়ার পালিশ করে নিন।
৪) আলমারিতে যেমন খুশি রেখে দিলেন তাতেও কিন্তু ব্যাগ নষ্ট হয়ে যেতে পারে। তাই লেদারের ব্যাগ সবসময় কাপড়ে মুড়ে রাখা উচিত। ব্যাগের মধ্যে খবরের কাগজ রাখুন, যাতে ব্যাগের শেপ নষ্ট হয়ে না যায়।
৫) লেদারের ব্যাগ দীর্ঘদিন আলমারি বা বাক্সবন্দী করে রাখলেও নষ্ট হয়ে যেতে পারে। তাই মাঝেমধ্যে বের করে ব্যবহার করুন। নয়তো, এমনিই বের করে রাখুন। তাতে ব্যাগ ভালো থাকবে।
#LeatherCraftsChittagong
#leatherbangladesh
#mahinzleather
#LeatherCraftsChittagong
#leatherbangladesh
#mahinzleather
লেদার ব্যাগের যত্নআত্তি |
Thanks for sharing such a great content about Leather Bags. Do you know? Who is the Best Leather Goods Manufacturer Company in Bangladesh?
ReplyDelete